বন্ধক
©রূপম ভৌমিক🌿
আত্মাকে বন্ধক রেখে আসা হয়েছে।
সতেজ শুভ্র আত্মা বন্ধক আছে শয়তানের লকারে।
একটা কালো আত্মা দিয়েছে শরীর চালানোর জন্য।
সেটা হাড়মাংসের বাড়িতে ঢুকিয়ে দিব্যি চলছে।
খুন, দিনের শেষে ধর্ষণ আবার খুন।
রক্ত মাংস দিয়ে রুটি মদ।
কিছু না পেলে পশু মারা।
নাহলে মৃত দেহের ঘরে ঢুকে যৌন খিদে।
আয়নার ওপর ধুলোর আস্তরণ জমেছে হেব্বি পুরু আস্তরণ।
পাড়া অন্ধ গলিতে নরম হাত চেপে বুকে চাপ।
নলিতে ব্লেড ঠেকিয়ে পকেট সাফ।
কালো কোর্ট পড়ে কাগজের লোভে পাছায় জিভ।
দারুন চলছে, দোষের আঙ্গুল চক্রাকারে ঘুরছে, নিজের দিক বাদে।
গায়ে তীব্র আঁশটে গন্ধ ঢাকতে প্রচুর রজনীগন্ধার খুন।
সব চলছে দুর্দান্ত!
এদিকে শালা ভুলেই গেছে যে বন্ধক ছাড়াতে হবে।
কেউ বলেও দিচ্ছে না তেমন নয়, আসলে যারা বলে তারা বলার পর আর কিছুই বলার মতন অবস্থায় থাকে না।