বাদ
©রূপম ভৌমিক
বাদ-বিবাদ আর চোরা খাদ, ভোকাট্টা ঘুড়ি।
রঙের ভিড়ে রং মিশে জগাখিচুড়ি।
উদ্দেশ্য ঘোলাটে ছন্নছাড়া।
বুদ্ধি কেন যে বলে না একটু দাঁড়া!
আগুন ধরানোর উপায় নাই জানা।
চুরি করা আগুন নিয়ে মশাল জ্বালায় সেয়ানা।
টুক টুক করে এগিয়ে আসে সুবিধা।
আরেক দিক দিয়ে সুতো জড়ানো পেয়াদা।
ফায়দা লুট, দিয়ে ছুট, ভাবনা তাই।
কি পড়াশোনা? মাথানস্ট জবাব পাই।
অন্যের আগুনে বলে একটু রুটি সেঁকে খাই।
পাড়ের দিক থেকে যায় তরী ঘুরে।
কথা ছিল হাতে হাত দিয়ে থাকতে হবে জুড়ে জুড়ে।
ভোরের আলোকে লোপাট করে সোজাসুজি রাত।
সাজানো থালা আসন জঘন্য ভাবে খেয়ে নষ্ট করে পাত।
দেখে চলতে গেলে বিদ্যার দরকার চারদিকে অনেক খাদ।
লেলিয়ে দিয়ে চা বিস্কুট, আর শীততাপনিয়ন্ত্রিত সুবিধাবাদ।