অসভ্য অশিক্ষিত
ব্যাংকের এর এক ম্যানেজার।
দিচ্ছিল তার নিম্নতর কর্মচারীদের হুংকার।
সে তো চাকরি খোয়ালো পেল তিরস্কার।
ব্যাংক ভাবলো সে মুক্ত প্রচার হলো এই সমাচার।
আরে ভাই ওই ম্যানেজারের ওপর ছিল আরো ম্যানেজার।
তাদের চাপের ওপর পিষে নিয়ে এই হুংকার।
একটু বেশিই ক্ষমতার আস্ফালন ছিল বটে।
বোঝাই যাচ্ছিল টার্গেট ছাড়া কিছুই ছিল না ঘটে।
বাকিদের মানুষ ভাবে ভাবতে হচ্ছিল দ্বিধা।
ভেবেছিল সে বাকিদের মেশিনে বাঁধা।
এখনো এমন ভাবে ভাবে বাকি কোম্পানির ম্যানেজারগণ।
ওরা ভূস্বামী আমাদের ক্রীতদাস কন...।
চাপের ওপর চাপ দিয়ে অচিভমেন্ট আসে।
তারপর ওপরতলা ফাইভস্টারে মদ নিয়ে বসে।
বিজনেস ম্যানেজমেন্ট এর দোহাই দিয়ে রক্ত চোষার যন্ত্র।
এদের আবার কি আর আছে চিৎকার আর পা চাটার মন্ত্র।
যে মানুষ দুবেলা পায় না খেতে ঠিক মতন করে,
তাকে বলে ক্রেডিট কার্ড কি দেব করে ..?
টার্গেট এর বিরাট গেট বানিয়ে কি চাইছো কি তুমি বোঝাতে...
সবাই কি এফোর্ট করতে পারে এই দেশে এখনো যে হাই হাভাতে।
কর্পোরেট এর ঝকমারী আর টার্গেট জবের পেশাদারি,
তোমাকে পারে নি মানুষ করতে..!!!
শিক্ষিত সব ছেলেপিলে।
সব অপমান গিলে।
বাঁচার রসদ খুঁজছে।
যা পাচ্ছে তাতেই মাথা গুঁজছে।
পরিযায়ীর দল দিন দিন বেড়েই চলছে...।
স্কুলের দরজা নামছে।
বি.এড ডি.এড করা যারা...
তারাও এখন টার্গেট জব নিয়ে দিশেহারা।
তাতে কি আজ খবর কাল বিস্মৃতি।
মানুষের জিভ শুধু খোঁজে রাজনীতি।
পাছা পা চেটে উঠে গেল কতশত ....
শিক্ষিতদের পথ দেখায় কুর্শির জোরে অসভ্য অশিক্ষিত...!!
©রূপম ভৌমিক🌿
#রূপমেরকলম #রূপমেরএলোমেলোকলম #অসভ্য #অশিক্ষিত #ব্যাংকেরব্যবহার