দেখেছি, তোমাকে পথে আমি দেখেছি
   দেখেছি, কতবার আমি দেখেছি
ভেবেছি, তোমাকে নিয়ে আমি ভেবেছি
   ভেবে ভেবে দিনরাত এক ক'রেছি

নও ফর্সা, নওকো তুমি কালো
   বিশেষ নও, তবু লেগে যায় ভালো
যতবার দেখি, হৃদয়ে কেমনি জ্বলে আলো
   বলোতো, কী দিয়ে তুমি এমন আলো জ্বালো

হাবেভাবে তুমি নও কিছু আলাদা
   তুমি এমনি একটি মেয়ে সাদামাটা
এমন কিছু নেই তোমার X-ট্রা
   তবু দেখে নড়ে ওঠে বুকে কাঁটা

কি আছে তোমার এমন অস্ত্র মারণ
   আমায় দেখে যেটি করো তুমি ধারণ
শুধু একটাই হ'তে পারে আমার এ অবস্থার কারণ
   সেটি হ'ল তুমি খুব, খুবই সাধারণ...

১৯৯৮, তরুণ বয়েসে স্কুলজীবনে লেখা..