নিঃশেষ, উজাড় ক'রে দিয়েছি নিজেকে
নিষ্কাশন ক'রেছি যা কিছু আছে ভিতর
তুমি খেলছো সে নির্যাস নিয়ে
আর কি চাও
আর কত চাও আমায়
দিতে দিতে হবো যে ম্লান
প্রতিটি মুহূর্তের রাশ তোমার হাতে দিয়েছি
এ বক্ষে প্রেম সাগরসম
তুমি কি পারবে সবটুকু নিতে...
উথলে ওঠা আবেগ তোমায় ভুল বোঝাক আমি চাই না
পাবে অতটুকুই যতটুকু তুমি পারো নিতে
তার বেশি ক'রবে তুমি 'বমি'
ছড়িয়ে দাও প্রেম সবার মাঝে
এ তো অনন্ত, যত ছড়াবে, তত বাড়বে
যত জড়াবে তত ক'মবে
পিঞ্জরে পোষমানা পাখি তোমার বুলি গাইবে
কিন্তু তোমায় কি ভালোবাসবে ?
আকাশ তার সীমানা...
একান্ত নিজের ক'রতে চাও যাকে
সে তোমায় দেবে না ধরা
বরং ক'রবে তোমায় গ্রাস
মুক্ত করো নিজেকে
এ প্রেম পিঞ্জর থেকে...