রূপ.... ধাঁধিয়েছ চোখ রূপের ছটায়, শরীরের বাঁকে বাঁকে বন্দী লোলুপ দৃষ্টি, কুড়িয়েছ রাস্তার ভাজে ভাজে লেলিহান চোখ
আগুন.... জ্বলেছে মনে, পুড়েছে হৃদয়, ঝলসে যাওয়া জিভ তবু চায় তোমায়
স্বাদ.... বড় নোনতা লাগে, একটু বিষ ফেলে করে নেও গার্নিশ
ভোগ.... মহাভোগ, মনেমাংসে মিলে সম্ভোগ আদিম রিপুর, শতগ্লানি মুছে শতশিৎকার ছাপিয়ে জয়ী বেসিক ইন্স্টিংক্ট
মুক্তি.... এর চেয়ে বড় মুক্তি কিসে আছে, যার কিছু নেই, তারও সহায়, নিঃস্ব রিক্তের পাপ কিসে, নিয়মের বেড়াজালে, সমাজের কোঠাতে !
সমাজ.... ধিক্ এ আজন্মা সমাজ, কি ঠিক, কি ভুল, কি ন্যায়, কি অন্যায়, এর বিচার করবে কে !
বিবেক.... বিবেকের আর কাজ কি, দেবে বাধা, দেবে বেগ, আঘাত যদি নাই দিয়ে থাকি, তবে কিসের আপশোস
অমৃত.... গোগ্রাসে গিলে অমৃতসুধা, নে শান্তির নিঃশ্বাস, তোরা হবি অমর, আমি হব নীলকন্ঠ
বিষ.... হে জ্যোতির্ময়, না আমি নেশা করিনি, মন চেয়েছে একটু আফিম, আর শরীর, নাই বা বললাম...