ধর্ম তুমি কে, কি বা তোমার পরিচয়
কি তোমার ভিত্তি, কারা তোমায় চায়
কিসে তোমার শান্তি, কত তোমার উপায়
কোটি কোটি হয়েছে জব্দ তোমারই দুটি পায়ে
যুধিষ্ঠিরকে ব্ল্যাকমেল
যীশুকে ক্রূশবিদ্ধ
চৈতন্যকে নাচিয়েছ তুমি
হাল্লাজকে রক্তসিক্ত
কথায় কথায় ফতোয়া জারি
করলে তোমায় প্রশ্ন
তোমার নামে আপনজনদের
হত্যা করিয়েছেন কৃষ্ণ
সীতাকে পুড়িয়ে ক্ষোভ মেটেনি
দ্রৌপদীর আঁচলে দিয়েছ হাত
হরিশচন্দ্রের নাক কেটে
লখিন্দরকে সর্পাঘাত
সিদ্ধার্থকে করেছ ঘরছাড়া
কনফিউসিয়াসকে কনফিউস
মীরাকে করেছ পাগল
আর মেরেছো সহস্র জিউস
তবু তুমিই পরিচয়
আর তুমি নাকি শান্তিময়
তোমাতে নিয়েছে আশ্রয়
কোটি কোটি জনপ্রায়
তুমিই এদের ভক্তি-মুক্তি
আর তুমিই এদের বিশ্বাস
তবু তুমিই কেটে দিয়েছ গণ্ডি
আর ক'রেছ সর্বনাশ.....