উষ্ণ বুকের আশ্রয়ে জ্বলছে তপ্ত হৃদয়
সর্পপাশে জড়িয়ে ধরেছি
আষ্ঠেপৃষ্ঠে, অজগড় সেজে
নিশ্ছিদ্র বাঁধন, কোনো ফাঁক রাখব না আজ
মিহিমিহি ক'রে দেব নিজের শরীরে
দেহের প্রত্যেকটি রক্তবিন্দু যেন পায়
হাইড্রোজেনের আশ্বাস
আনন্দে ওরা মুখরিত হবে, ক'রবে হইচই
ছোটাছুটি করবে তড়িঘড়ি
এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক
শরীরের তরল আঘাত হানবে কঠিনকে
কঠিন করবে বিপ্লব, বেহিসাবী ক'রবে নিজেকে
ঘাম, রস, রক্ত আজ মিলেমিশে হবে একাকার
সবইকিছু নেবে একটিই রূপ
সশব্দ বিদ্রোহের
নালিশ তবে কার বিরুদ্ধে ?
শান্ত যে, তার বিরুদ্ধে
উদাস যে, তার বিরুদ্ধে
নীরস যে, তার বিরুদ্ধে
প্রতিটি রোমকূপ জ্বলেপুড়ে হোক ছারখার
একদম গোড়া থেকে সমূলে ক'রব উচ্ছেদ
ঢঙাপনা কিসের এত, কিসের এত বাধবিচার
জন্মেছিলাম কী নিয়ে, যে আজকে -
কিছু নিয়ে নিজেকে ক'রব অসহায়
সিক্ত দেহের লবন ক'রছে কিচকিচ
বুঝতে পারছি, আঁখিকোণ হোক
বা হোক রোমকূপ
উৎসের উর্ধে উঠেছে সব আজ
শুধু ফারাক এটুকুই -
চিনে নিতে পারে না সে
শরীরসর্বস্ব দেহজ মনন যার.....
২০০২, কলেজজীবনে লেখা..