কত আশা নিয়ে মানুষ
কত দেখে স্বপ্ন
জীবন লীলার কঠিন পথে
অর্ধেক হয় ভগ্ন
কিছু মানুষ শুধু স্বপ্ন দেখে
কিছু দেখে লক্ষ্য
বিধাতা এককে পরিহাস করে
আরেকের নেয় পক্ষ
তাই ছুট, ছুট, ছুটতে থাকো
দূরে যত গন্তব্য
আমার বাণী নয়গো এটি
মনিষীদের মন্তব্য
চলার পথে বাধা স্বাভাবাবিক
ক'রবে তাকেই আশা
তাই চোখ বুজে ছুট লাগালে
হবে সর্বনাশা
ভরসা রেখো নিজের উপর
এটিই শ্রেষ্ঠ শক্তি
আত্মবিশ্বাস হারালে যে
মিলবে না উন্নতি
দেখবে, শুনবে, জানবে সব
সবেতেই রাখবে চর্চা
টুকরো টুকরো অভিজ্ঞতা
যাবে না জীবনে গচ্চা
শিখবে তুমি নতুন নতুন
মিলবে সবার কাছে কিছু ভালো
সেই ভালোগুলি নিজেতে ভ'রে
তুমি ক'রবে জীবন আলো
মানুষের সাথে কথা বোলো
তুমি সদাই হাসিমুখে
তবেই তাদের পাবে কাছে
তোমার সুখেদুখে
ধ্বংস করা সহজ
কিন্তু সৃষ্টি করা কঠিন
ধ্বংস শুধু কালি লেপে
সৃষ্টি করে সব রঙিন
এত কিছু বলা ভাই
সবই জ্ঞানের কথা
তবে এটুকু আমি বলতে পারি
কথা যাবে না হয়তো বৃথা
** ১৯৯৭, স্কুলজীবনে তরুণ বয়েসে লেখা..