কখনো ইচ্ছে করে
হাতের কাছে যা আছে
তাই দিয়ে কিছু একটা ছাইভস্ম আঁকি
নাকি বিবর্ণ ক্যানভাসের গায়ে তেলরঙের আঁচড়

রূপ দেবে জলজ্যান্ত চালচিত্র..

তোমায় ছুঁয়ে দেখিনি কখনো
সে সাধ মেটাবে হাতের এই রং তুলি
আদরে আদরে ভরিয়ে তুলবে ক্যানভাসের পৃষ্ঠ

মন বড় ব্যাকুল আজ
এরকমই ছিল অনেককাল আগে
আরেক সন্ধ্যায়

ঘন ঘন দ্রুতপদে পায়চারি
বারান্দার এদিক থেকে ওদিক

কিছু একটা করার তাগিদে..

আসলে কিছু করারই ছিল না সেদিন
কিন্তু দমবন্ধ হয়ে থাকা
পাঁচমিশালি আবেগ
সব যেন ফেটে বেরোতে চেয়েছে

বিনা কোনো কারণে..

আজ ঠিক-ভুল
অনেক রাস্তা পেরিয়ে এসেছি,
হিসেব মেলাতে বসিনি মোটেই

শুধু ক্যানভাসের ওই ছবিটার দিকে নজর
ওটাই বলে দেবে

তুমি আছ কি নেই...