বহুদিন লেখা হয়নি কিছু, না বা হয়েছে কিছু পড়া
পুরনো চক-স্লেট, দোয়াতের কলম, সুলেখা কালি
প'ড়ে আছে ঘরের কোণে, হারাইনি কিছু
কিছু অবশ্য চলে গেছে কাগজের ফাঁকে ফাঁকে
কিছু পুরনো ছবি, কটি পুরনো ডায়েরি
ধুলোধুসর মাখা, ক'রে আছে আত্মগোপন..
ভাবনাগুলো ছড়িয়ে ছিটিয়ে বড়
ক'রতে হবে জড়সড়
অবসর আজ কোথায় -
বৃষ্টি ভেজা দুপুর, বা একটু নির্জন
ব্যস্ত মন সারাক্ষণ..
বাড়ুক না শরীরের তাপ
ক'রে মন এলোমেলো
আসুক ভেজা হাওয়া, বৃষ্টির ছাট
সব রয়েছে বড় পরিপাট..
আজ লিখতে চাই কিছু
কিছু একটা দিক মনে কাঁটা
আজ লিখতে চাই কিছু, কিছু একটা
ছাড়ব না তোর পিছু.....