মনকে আমরা বড় নিয়ন্ত্রণ করি
স্বাধীন ডানা দিলে, নিরাপদ গন্ডির বাইরে রাখবে পা
অযাচিত অনাকাঙ্খিত চৌর্য্যবৃত্যি ক'রে বেড়াবে
দুটি ছত্রের আছি অপেক্ষায়
সকালের গোলাপ দিনভরের ক্লান্তিতে গেছে শুকিয়ে..
বেমালুম ভুলে গেছি আমারও একটা পরিচয় আছে
বয়েসের পরিচয়, স্বভাবের পরিচয়
সম্পর্কের পরিচয়, ভাবমূর্তির পরিচয়
এর বাইরে কিছু চাওয়া-পাওয়া থাকতে নেই যেন
দুটি ছত্রের আছি অপেক্ষায়
ওরা এলে আরো দুটি ফুল দেবে ফুটিয়ে..
বড় লায়েক হয়ে গেছে মন
যা ইচ্ছে ভাববে, যা খুশি করবে, যেমন ইচ্ছে বলবে
বেড়ি পড়িয়ে করবো শাসন
দুটি ছত্রের আছি অপেক্ষায়
আমি এবং আমার মুঠোফোন দুজনায়..
ছাদে সেদিন অনেকদিন বাদে শুয়েছিলাম রাতে
কটি নাম না জানা সাদা পাখি গেল উড়ে
কয়বার তাকাই আমরা আকাশপানে সারাদিনে
রাস্তাই যেন সব
দুটি ছত্রের আছি অপেক্ষায়
পরিযায়ী পাখিদের সময় এসেছে ঘনিয়ে...