চোখের ভাষা বোঝ,
পৃথিবীর সবথেকে কঠিন ভাষা ?
গভীর ভালোবাসা !
অনুভূতিহীন কল্পনা নয়,
গভীর ভালোবাসার মুগ্ধতা দরকার
এ ভাষা বুঝতে।
ঐ যে দেখো, আকাশের ঐ চাঁদটা,
কী অপরূপ সৌন্দর্য্যে মুগ্ধ করে রেখেছে।
রাত ঠিক বুঝে নেয় চাঁদের আভাস।
হৃদয়ের স্পর্শে হৃদয় যখন বুঝে নেয়
হৃদয়ের স্পন্দন,
অজস্র স্বপ্ন ফুটতে ফুটতে
সাত-সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছুতে পারে
ভালোবাসার মোহনায়।
শুধু একটু ভালোবাসার পরশ!
পাহাড়ের সাথে ঠিক যেমনটা ঝর্ণা,
নদীতে না গড়ালেও কখনো,
ঠিক উপত্যকায় নিষিক্ত হয়ে উঠে
অমেয় নেশায় অবশেষে।
শুধু একটু ভালোবাসা,
তোমার মনের রঙ মেখে নিয়ে
বৈচিত্র্যতায়, মেঘ সরায়ে যদি
ভেসে আসে হাওয়ায় মিশে,
সাধ্যের শৃঙ্খল ভেঙ্গে
একটি তাজমহল হয়তো বানাতে পারবো না,
তবে হৃদয়ের সবটুকু ভালোবাসা
উজার করে দিয়ে মনের মরুভূমিতে গড়বো
বাবুই পাখির মত ছোট্ট এক নীড়,
যেখানে তোমার ভালবাসায় ,আমি
প্রাণভরে মুগ্ধ হবো।
=================