মনুষ্যত্ব বড় ধন
জীবনের তরে,
আদর্শের বিকাশ ঘটে
উচ্চ শিখরে।

অনুচিত কাজে তাঁরা
অনুতপ্ত হন,
অপরের উপকারে
রত রাখে মন।

মনে কেউ ব্যাথা পেলে
নিজ কষ্ট বাড়ে,
অপরাধ ক্ষমা চেয়ে
স্বস্তির শ্বাস ছাড়ে।

অহংকার নাহি সাথে
উপলব্ধি সৎ,
মানবের কল্যাণ কাজে
অনুভব মহৎ।

দান আর উপকার করে
করতে নেই প্রচার,
চিরদিন বেঁচে থাকে
হৃদয়ে সবার।
=======