চলার পথে শিক্ষার সাদা আলো
গুণগত এক উপহার ,
লক্ষের সিঁড়ি বেয়ে সামনে চলতে
জীবনের যুতসই হাতিয়ায় ।
শিক্ষার গুণে নিজে বাঁচতে শিখে
শেখায় বাঁচাতে সবারে,
শুদ্ধ চর্চায় বানায় খাঁটি রূপে
সুপ্ত যে মানুষ অন্তরে।
শিক্ষায় মানুষ হয়ে উঠে ধীরে
দেশ ও জাতির সেরা সম্পদ,
সুকৌশলে ডিঙিয়ে পারি দেয়
শতদিকে শত বিপদ।
সত্যের সাথে আলো পথ ধরে
ঘুচিয়ে আঁধারি সব ভুল,
জ্ঞানের বাতি জ্বালিয়ে হৃদয়ে
ফোটাব জীবনের ফুল ।
সন্মুখ পথে যত হবে দেখা
নানা অন্যায় আর অবক্ষয়,
কঠোরতা সাথে রুখব তাহা
রচিব এ জীবনে জয়।
=============