কেউ কেউ হয়তো অপছন্দ করে,
করুক ! কোন অভিযোগ নেই।
কারো কারো ভালোলাগে না,
ভ্রুক্ষেপ নেই একদম!
ভালোলাগা , পছন্দ বা অপছন্দ
এক নিজস্ব অনুভূতি,
একেবারে আপেক্ষিক, একেবারে স্বতন্ত্র,
পার্থিব এক সহজাত অনুভব।
বিশ্বাসকে পুঁজি করে নোংরা পথে হাঁটে কেউ কেউ।
মনের কোমলতায় হেনস্থা, আর
ভালোবাসার পবিত্রতা কালিমায় ভরিয়ে
হীনস্বার্থে মেতে উঠে যারা নিত্য।
আমি ওদের ঘৃণা করি।
এরা মানুষের স্বপ্ন কলুষিত করে,
এদের ছলনা, জীবনকে পথভ্রষ্ট করে,
এদের ছলছাতুরী সরলতাকে লাঞ্ছিত করে,
কল্পনাপিয়াসী জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
এরা পাপী ! পাপীদের সেরা পাপী !
আমি ওদের ঘৃণা করি।
তাদের ভীষণ ঘৃণা করি।
তাদের জন্য আমার অভিযোগ আছে,
তাদের স্বাচ্ছন্দ্যে আমার আপত্তি আছে।
ক্ষমা করো প্রভূ ! এখানে অভিশাপ নয় শুধু !
আমি খুব করে চাই!
মানুষের সাথে অন্যায়
আর প্রতারণা করা মানুষগুলোকে
ঈশ্বর নিজ হাতে শাস্তি দিক!
আমি চোখ ভরে দেখতে চাই,
আজ না হোক, আজ থেকে আগামীর
কোন এক সময় পর,
ওরা কড়ায়-কড়ায় কর্মফল বুঝে নিক !
ওরা যেন বুঝে নেয়,
মানুষ ঠকালে ঈশ্বর অখুশী হন,
তারা উপলব্ধি করুক!
ঠকালে , জীবন ঠকে যায় জীবনের স্রোতে।
জীবন ডুবে যায় শাস্তির বালুচরে।
=================