ঐ যে পাহাড় রুক্ষ কঠিন
নির্জনতায় হারা,
আকাশের কাছে বেঁধেছে বাসা
গহীন অরণ্য পাড়া।

হাত বাড়ালেই তুলতুলে মেঘ
গা ঘেঁষা শীতলতা,
পাহাড়ের ঢালে রূপালী চাঁদের
জোছনা আদর মাখা।


শোনা যায় রাতে  ঝর্নার ধারা
ছলছল আঁকাবাঁকা,
নীরবতা ভেঙ্গে  যাযাবরী চলে
চঞ্চল একা একা।

ঝিঁঝিঁ ডাকা রাতে মেঘের ফাঁকে
জ্বল জ্বল তারার মেলা,
পাহাড়ের গায়ে ঝোপে জোনাকির
অপূর্ব মিটমিট জ্বলা।
============