পাহাড়ের গা ঘেঁষে,
আঁকাবাঁকা উপত্যকা পেরিয়ে
ক্রমশ পাহাড়-ছোঁয়া পাহাড়ের ভাঁজ।
পরমাত্মীয়ের আবহে, নৈসর্গিক
নীরবতায় একাত্ম হয়ে আছে
আকাশচুম্বী পাহাড়ের চূড়া।

কী অপরূপ !
সবুজের সাথে মেঘের ঘনঘটা,
হাওয়ার শন্ শন্  গানে
মাতাল হয়ে উঠা মেঘলা বিকেল।
আকাশজুড়ে সূর্যের লাল
আর রংধনুর রঙের পরশ,
বেলাশেষে গোধূলি কিছুটা দিশেহারা।

এখানে সন্ধ্যা নামে অরণ্য জুড়ে,
রাতের আকাশ জেগে উঠে
সন্ধ্যাতারার ভীরে।
ঝিঁঝিঁ ডাকে, মিঠমিঠ জোনাকি জ্বলে,
কান্নার সুর ভেসে ভেসে আসে
পাহাড়ী ঝর্ণার ঢলে ।

এখানে মন রঙিন হয় ইচ্ছার রঙে,
পাহাড়িয়া প্রেমে,
প্রেম অভিমান ভাঙে,
প্রকৃতি রশদ যোগায় রমণীয় সাজে,
কবিতার ফুল ফোটে
উদাসী আবেশে।
==========