স্বপ্নের দেহলতা বেয়ে
ভালোবাসার পরশ ছড়াতে
শৃঙ্খলবিহীন সুবর্ণ শব্দগুলো,
সেদিন করেছিল বেশ উড়াউড়ি।

অজস্র ধারায় তোমার চঞ্চলতা
টান টান চোখে সুললিত প্রেমাতুর রেশে
ধারালো হাসির গহীনে
বুঝিনি লুকানো বিমর্ষ আহাজারি।

চাঁদনী পসর রাতে,
জলভরা চোখে হঠাৎ
ভাগ্যাকাশে তাকিয়ে দেখি,
অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যের কালো দাগ।

বড় মনে পড়ে আজ
হৃদয়টাকে ঘিরে,
প্রাণহীন নিথর হয়ে পড়ে থাকা
নীল কষ্ট গুলোর বিদীর্ণ বিলাপ।

হৃদয়টাকে টুকরো টুকরো ভেঙ্গে
দুখের ফোড়ণ কেটে কেটে ,
কবিতার পান্ডুলিপি
ব্যথায় ভরেছে ধীরে ধীরে।

কাঁদার অবসর নেই, তবুও কেঁপে উঠে
স্মরণের গোধূলি আলোছায়া,
অলস সান্ত্ত্বনা নিয়ে শুধু বয়ে চলা
ইচ্ছার বিষন্ন স্রোতের ভীরে।
===============