হয়তো অধরা থেকে যাবে
অবশিষ্টের মত অবশেষ কিছু,
অসম্পূর্ণ ইচ্ছেগুলো নিঃশব্দ কান্নায়
অসমাপ্ততার গ্লানি নিয়ে
অদৃশ্য ধোঁয়ায় বিলীন হয়ে যাবে।
মৌসুমি হাওয়ার মত
চিরায়ত স্বার্থবাদী মহরা,
অযথা অসংযত অসংলগ্নতায়
তাড়িত করে অনাদিকাল ।
অনুভবে চেনা মুখগুলো যেন
অচেনা লাগছে বার বার।
রন্ধ্রে রন্ধ্রে অসহিষ্ণুতা, কদাচার,
মানুষের অন্তরাত্মার সর্বাংশ
ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়ে যায়।
বিশ্বাসটা গ্রাস করে নষ্ট চিন্তার মধুকর।
অপ্রাপ্তির অসুখী অনুতাপ,
অপ্রত্যাশিত বিনাশী অস্থিরতায়,
কুরে কুরে, কবিতার
নিঃসঙ্গ পদযাত্রায় শামিল হয়।
===============