শক্তি আছে বলেই
তার অহর্ণিশ অনাচারী হুঙ্কার ,
অবৈধ আস্ফালন আর
উগ্রতার ব্যভিচারী উন্মাদ স্পন্দন।
বুঝে উঠতে না পারার
অভিশাপে, ক্রমে ক্রমে
দুরাচারী গর্জনের বিকৃত স্বরে,
অনাবাসী ধৈর্যের
নৃশংস শকুনী গাত্রদহন।
এক অদ্ভুত অস্থিরতায় ত্রিসীমানা পেরিয়ে,
অবৈধ পথে নিলজ্জ হাঁটাহাঁটি,
হিংস্রতার বিষে আকন্ঠ ডুবে,
শঠতা করেছে পথ,সম্ভ্রমহীন,
অবরুদ্ধ চারিধার।
মরা বালুচরে, নিস্প্রান, থমকে থমকে
বিষাক্ত অভিলাষে,
বিষে বিষে মিশে,অনুভবহীন,
কালোর অতুল অর্ঘ্য
কালোতেই ফিরে বারবার।
কালের ঘারে চেপে
আলোর পিপাসাহীন অনুগত পথ,
অন্ধকার অবশেষে,
নিষিদ্ধ পাপে পাপে ঢাকা।
সন্ধ্যার মত ঝাপসা হয়ে আসে
জীবনের জীবন্ত সীমারেখা,
নির্বাক আর্তনাদে, কলুষ ইশারায়,
অসহায় আগামীর আতুর মহরা দেখা।
==================