খোকা খুকিদের হৈচৈ দেখে
মনে পড়ে শৈশব বেলা,
সুপারি গাছের ডগায় বসে
হাতে টানা গাড়ি খেলা।

চরকা ঘুরিয়ে এদিক ওদিক
কত হতো ঘুরা ঘুরি,
এগিয়ে যেতে সবার আগে
পড়ে যেত হুড়োহুড়ি ।

কাঠের সাথে কাঠ জোড়া দিয়ে
বিয়ারিং এর চাকার গাড়ি,
খুশীর খেয়ালে খেলার ছলে
দিতাম পথে পথে পারি।

কখনো গাড়ির ড্রাইভার ভাই
না হয় হেল্পার সাথে সাথে,
যাত্রীর ভাবে চড়ে চড়ে ঘুরা
গ্রামের সরু সরু পথে।

ঘর বানাতাম লতায় পাতায়
বাঁশের কঞ্চি এঁটে দিয়ে,
কখনো হতাম গৃহের গৃহী
বসে যেতাম দোকান নিয়ে।

কেউবা হতো বাবা আর মা
কেউ হতো খোকা- খুকি,
মতের সাথে মত অমিল হলে
বেঁধে যেত ঠোকাঠুকি।

পুতুলের সাথে পুতুল নিয়ে
বিয়ে হতো ঘটা করে,
খুশীতে খুশি উপচে পড়ত
দুই পুতুলের দুটি ঘরে।

মনের ঘরে যায় দিয়ে দোলা
এই সেদিনের সুখ স্মৃতি সব,
আজকের শিশু কোথায় পাবে
এমন  রঙিন মধুর শৈশব।
==============