মায়াবী বিকেলে পশ্চিম আকাশে
বছরের শেষ সূর্যের
বিদায়ী চুম্বনের রেশ,
জীবনকে দাঁড় করিয়ে দেয়
প্রাপ্তি আর অপ্রাপ্তির
দুরন্ত দ্যোতনায় ।
অপলকে সারাটা বছরকে
ব্যবচ্ছেদ করে দেখি
বেদনার ভারে বিকৃত হৃদি পিন্ডে
কষ্টের মানচিত্র আঁকা।
আশাগুলো অবাধ্যতায় চলে
অবশেষে নিরাশার আগুনে
পুড়ে পুড়ে হতাশার
ভিবি, গড়েছে ইচ্ছেমত ।
স্বপ্নের সোনালী ডানা গুলো
নির্দ্বিধায় না উড়তে পেরে
অবহেলায় বিচ্যুত হয়ে
বিকলাঙ্গ প্রায়।
সুখ সুখ স্রোতে গতিহারা
জীবনের সরল ধারা,
সংকটে নানা বাঁকে,
আঘাতে নানা সংঘাতে ,
জটিল ব্লগে,
বেঁধেছে নিবিড় অসমতা।
প্রাপ্তি আর অপ্রাপ্তির উপলদ্ধির অনুভবে,
ঝরে পড়া ফুল গুলো
মিলনে,বিচ্ছেদে,
সব হিসেব পশ্চাতে ফেলে,
দু:খ-কষ্ট সমস্ত কিছু
বুকে চেপে রেখে,
প্রতীক্ষার প্রহর গুণে
কষ্টের মুখে হাসির বিদায়।
অপূর্ব শক্তির হাসি !
আবার শুরুর বিশ্বাসের হাসি,
নতুন স্বপ্ন দেখার সাহসের হাসি,
অক্ষমতা আর ব্যর্থতা ভুলে যাবার হাসি,
প্রবাহমান পথে নব উদ্যোমে
সৃষ্টিশীল এগিয়ে চলার অনুপ্রেরণার হাসি।
আগামীর স্বতস্ফূর্ততায়
অনেক হাসির বরনের হাসি।
=================