স্বপ্নের ভাঁজে ভাঁজে, নিভৃতে ঘুমঘোরে
থাকা, কিছু অনুভব,অষ্টাদশী আবেগে
জীবনের গোঁধুলি লগ্নে,
মেঘের আড়ালে রংধনু মেখে
কখনও কখনও হঠাৎ
ভালোবাসা হয়ে জাগে,
মুগ্ধতার অচেনা আরম্ভরে।

হয়তো, সময়ের গহ্বরে
আবেগের অসম্পূর্ণতা,
অনিশ্চিত বিশ্বাসের আর্তিতে
ইচ্ছেডানায় ভর করে
অনিচ্ছার ভালোলাগায়,
জীবন ভেসে যায়
মনপোড়া জীবনের দোতরার সুরে।

বয়ে যাওয়া সময় প্রাচীন,
বয়ে যাওয়া ভালোবাসা মায়া।
এ আর ফিরে আসে না,
ফিরে আসতে হয় না আর।
অমলিন হয়ে থাকে
সম্পর্কের দেয়াল ঘেঁষে
মায়াবী জীবনের মায়ার  নীড়ে।

হৃদয়ের মেঘলা আকাশে  
এখন হৃদয়ের প্রতিচ্ছবি দেখি,
অনন্তে মিশে গিয়ে উপভোগ করি
সম্পর্ক আর মায়ার ভীষণ বন্ধন।
আত্মাকে ছুঁয়ে অনুভব করি,
বিন্দু বিন্দু অবিনাশী ভালোলাগা
শীতল আদরে জমে থাকা মনের কোঠরে।
=====================