মা শব্দটি মিষ্টি অতি
সবার চেয়ে সেরা,
সত্যিকারের ভালোবাসার
আবেগ দিয়ে গড়া।
সকাল বেলার স্নিগ্ধ আলো
জীবন নদীর কূল,
ভালোবাসার সুভাস ভরা
স্বর্গের তাজা ফুল।
মায়ের কোলে মমতার আছে
কোমল একটা অনুভূতি,
এমন পরশ সাহস জাগায়
কাটায় সকল ভীতি।
শীতল ছায়ায় আগলে রাখে
মায়া মাখা আকুলতা,
হৃদয় জুড়ে ভালোলাগার
অদ্ভুত ব্যাকুলতা।
চিরকালের ভালো বন্ধু
তুলনা যে নাই তার,
সৃষ্টিকর্তার প্রেরিত এক
পূণ্য উপহার।
মায়ের ছোঁয়ায় প্রাণে জাগায়
অনুভবের স্পন্দন,
সরলতার সুরে সুরে বাঁধে
মধুর মমতার বন্ধন ।
প্রকৃতির ন্যায় শুধু দিয়ে যায়
চায় না কিছু প্রতিদান,
পরিবারের সুখে দুখে থাকে
নিবেদিত তার প্রান।
মহাবিশ্বের অমূল্য ধন
মায়ের উষ্ণ হাসি,
চাঁদমুখে ঝড়ে খুশীর ধারায়
দোয়া রাশি রাশি।
মা জীবনের প্রথম শিক্ষক
স্বপ্ন গড়ার কারিগর,
মাকে ছাড়া পৃথিবীটা যেন
অন্ধকার এক কবর।
অনেক বড় শক্তিধর মা
কালের শ্রেষ্ট শাসক,
সত্য সুন্দর জীবন ধারায়
চলার পথের যাজক।
মায়ের দোয়ায় সরলতা পায়
জটিল ধাঁধার সমীকরণ,
সফলতার অনুরাগে জাগে
সুখের অনুরণন।
মায়ের মুখের সুখের ছায়া
সফলতার হাতিয়ার,
আলোর পথে এগিয়ে দেয়
ঘুচিয়ে সব আঁধার।
==========