মা হারানোর কষ্ট আমার বুকে আছে জমা,
মা যে ছিল ভোরের পাখি মিষ্টি সুরে ডাকা
ফাঁকি দিয়ে চলে গেল
সেদিন আমার মা
মায়ের কথা মনে হলে লাগে ভীষণ একা।
মায়ের কাছে গেলে এ মন কত খুশি হতো
মনে হতো পৃথিবীর সুখ আমার মায়ের মতো,
মা হারিয়ে সবকিছু আজ
যেন ফাঁকা ফাঁকা।
মায়ের কথা মনে হলে লাগে ভীষন একা।
সেবার গিয়ে পাশে বসে হলো কত কথা
মায়ের আদর মাখা হলো রেখে কোলে মাথা,
এবার দেখি পাটিতে মার
নিথর দেহ রাখা।
মায়ের কথা মনে হলে লাগে ভীষণ একা।
সবাই মিলে চার দোলাতে সাজিয়ে দিল মাকে
বুক ফেটে যায় চেয়ে আমার মায়ের মুখের দিকে,
কেমন করে তাকিয়ে দেখি
মায়ের মরণ যাত্রা।
মায়ের কথা মনে হলে লাগে ভীষণ একা।
নিজের হাতে দিলাম মাকে চিতার কাষ্ঠে তুলে
কেঁদে কেঁদে দিলাম মায়ের চিতায় আগুন জ্বেলে
জ্বলে জ্বলে দেখলাম চিতায়
জ্বলছে আমার মা।
মায়ের কথা মনে হলে লাগে ভীষণ একা।
বিদায় বেলায় নাই মাথায় আজ মায়ের দোয়ার হাত
ভাইয়ের বুকে মাথা রেখে নিলাম মায়ের স্বাদ,
মায়ের সাথে আর কোনদিন
হবে না যে দেখা।
মায়ের কথা মনে হলে লাগে ভীষণ একা।
=====================