স্পর্শ না করেই আমি অনুভব করি
রং বদলানো মানুষের রং।
অনুতপ্তহীন অহংকারী ঔদ্ধত্য,
আর,অমসৃণ অনুচিত চর্চার দৌরাত্ম্যে
ঈশ্বর অখুশী হবেন জেনেও,
অদৃশ্য অসংলগ্ন অপরাধের
সমগ্র উপাখ্যান জুড়ে
অত্যুঘ্র ছায়ার মতাে লেগে থাকে ওরা,
ঠিক যেন সবুজের মাঝে
লাল,নীল আর হলুদের ঢং।

শীতল জোৎস্নার মতো মিশে থাকে,
লালসার আনাড়ি বিলাস
প্রমত্ত অকরুণ প্রাণে।
চাইলেই সব পাওয়া যায় না,
তবুও, বিষন্নতার শব্দ বিহীন বাতাস
পরিভ্রমণ করে, আলস্য ভেঙ্গে,
কেবল নাপাওয়াটুকু ঘিরে।
নাবিক হারাতে পারে পথ,
নিশানাভেদী তন্ময় তালে জেগে থাকে
তারা অলক্ষ্য অস্থিরতায়,
আষ্টেপিষ্টে শ্রান্তির কোমল আলিঙ্গনে।
===================