আসীম অন্ধকার
এখন খুব ভালো লাগে ,
বিয়োগ বেদনার উপাখ্যানে নিজেকে
খুঁজে নিতে একটুও হয় না দেরী।
হঠাৎ কেমন যেন অন্ধকার নেমে এল
স্বপ্নগুলো হয়ে উঠে প্রাণহীন,
ভেঙ্গেচূড়ে নিথর,
হৃদয় জুড়ে কেবল কান্নার আহাজারী।

এখনও রোজ ভোর হয় এখানে,
পাখ-পাখালী নাচে গায়,
সন্ধ্যায় সন্ধ্যামালতীর আসর বসে নিত্য,
এ যেন জীবনের চরে
বিধ্বংসী মস্ত ঢেউয়ের গ্রাসে
বিলাপ, বিপাক , বিষাদ ভরা মহা সত্য ।

ছন্নছাড়া আঙ্গিনাজুড়ে, জীবনের
নি:স্ব প্রায় প্রাণের মায়ায়
ছেয়ে ছেয়ে আছে
বিদীর্ণ নোনাজলের দাগ।
হারিয়েছি যাহা জীবনের তরে,
খুঁজে খুঁজে ফিরি ,
যেখানে আগলে রাখা আছে
শুকনো ক্ষতের ব্যথাতুর রাগ।
===============