ঝুমুর ঝুমুর তুমুল তালে
ঝরছে শ্রাবণ ধারা,
সারাটা দিন বন্দী ঘরে
প্রাণ যে বাঁধন হারা।

আকাশ জুড়ে মেঘের মহল
ঝুপ ঝুপ বর্ষার ঢল,
বৃষ্টির ধারা অবিরত ঝরে
জলে জলে কোলাহল।

পুকুর পারে জমির ধারে
নেই এক ফোঁটা ফাঁকা,
বাড়ির উঠোন যায়না দেখা
পথঘাট জলে ঢাকা।

দোকানীরা আর খোলেনা দোকান
চালায় না কেউ কোন গাড়ি,
থৈ থৈ জলে লোকালয়ে দুরে
খেয়া চড়ে দেয় পারি।
=============