সারি সারি মেঘ উড়ছে আকাশে
খেলছে ঝড়ো ঝড়ো বাতাস,
গাছগুলো সব দুলিছে দোলন
মেঘে মেঘে ঢাকা আকাশ।

অঝোরে বৃষ্টি ঝরিছে ঝর ঝর
কখনো বা গুড়ি গুড়ি,
ছুটেছে মানুষ পথে প্রান্তরে
বাড়ি যেতে তাড়াতাড়ি।

এমন ঝড়ে কৃষকেরা ফিরে
মাঠ ছেড়ে ঘরে ত্বরা,
ছুটির ঘন্টা বেজেছে স্কুলে
নেই আজ কোনো লেখাপড়া।

ছেলে- মেয়ে সব দল বেঁধে বেঁধে
আনন্দে বৃষ্টিতে ভিজে,
পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তারা
ঝরা কাঁচা আম খুঁজে।

কেউ কেউ আবার দৌড় ঝাপ দেয়
কেউ কেউ করে খেলা,
বৃষ্টির কালে এ সবুজের কোলে
এমন মধুর ছেলেবেলা।
============