সাদা কাশফুলে স্নিগ্ধতা ঘেরা
হেমন্ত বিকেল বেলা,
আকাশের দেশে নীল পথে ছুটে
দলে দলে মেঘের ভেলা।
মৃদু বাতাসে ঢেউয়ে দোল তোলে
ধানক্ষেতে শীষের মিছিল,
অপরূপ রূপের উজাড় আঙিনায়
মুগ্ধতা হয়না শিথিল।
তেজহারা রোদে কুয়াশার পরশ
জাগায় মায়াবী চেতনা,
প্রাচুর্য ভরা বিস্ময় ছড়ায়ে
সুন্দরের হয় বন্দনা।
দূর থেকে কৃষক দেখে মাঠ ভরা
হলুদ ফসলের ঝলক,
কৃষানীর ঘরে হাসি আনন্দে
করে হৈমন্তী উৎসব।
===============