এ আকাশে তুমি নুতন সূর্য
সোনালী ভোরের সারথী,
তোমার ডাকে পড়বে সাড়া
করবে প্রাণের আরতি।

হে নবীন, এসো শপথ করি
নিখাদ মিতালী করবো,
সত্যের আলোয় ভরবে জীবন
প্রমোদ জগত গড়বো।

নুতন ছন্দে চলব সাথে
নুতন স্বপ্ন নিয়ে,
একই সূত্রে গাঁথব জীবন
পরম বন্ধু হয়ে।

যতটুকু আছে সৎ জ্ঞান আর
নৈতিক কাজে ভক্তি,
সবটুকু দেব উজাড় করে
বাড়বে তোমার শক্তি।

সমস্বরে বলবো কথা
সত্যিকারের মাঠে,
একই সুরে গাইবো গান
স্বপ্ন নদীর ঘাটে ।

নুতন চাঁদে রাতের আকাশ
ভরে উঠে জোছনায়,
আলোর মিছিলে শামিল হবো
নিত্য নুতন চেতনায়।

তোমার মহান হৃদয় কুঞ্জে
একটু নিতে চাই ঠাঁই
চলার পথে সফল হতে
প্রাণের আশীষ চাই।

শাসন সোহাগ জড়িয়ে সাথে
জাগাও কাজের শিক্ষা,
সফল পূজার পূজারী হতে
ধ্যানের নেবো দীক্ষা।
=============