গ্রীস্মের দুপুর খরা রোদ্দুর
কড়া তাপে সবে হিমশিম,
পথ ঘাট ফাঁকা অগ্নি রোদে ঢাকা
চারিদিকে তেজে ঝিমঝিম।

বাড়ির ধারে বড়-পুকুর পাড়ে
গাছের খানিক ছায়া ঘেঁষে,
অস্থির রেশে কিছু স্বস্তির আশে
হাঁটু গেড়ে অলস বসে।

শাখায় শাখায় ছোট পাতার ফাঁকে
ঝিরঝির বহে মৃদু হাওয়া,
খোকা খুকী মিলে মন প্রাণ খুলে
শুরু করে দেয় গান গাওয়া।

এদিক ওদিক ঘোরাঘুরি করে
কেউ কেউ দলে দলে,
গাছ গাছে উঠে কাঁচা আম পেড়ে
কাটে আর খায় সকলে।

সূর্যি যখন কিছু নিস্তেজ হয়ে
ঢলে পড়ে পশ্চিম কোলে,
সবাই ছুটে তখন খেলার মাঠে
গরমের তীব্রতা ভুলে।

অঝোর ঘামে ভিজা জামা গায়ে
বাড়ি ফিরে খেলার শেষে,
মায়ের বকুনিটা নতশিরে শুনে
চুপিসারে বিনয়ীর বেশে।
       ========