জটিল পৃথিবীর সবকিছুকেই
এত সহজ করে না ভাবতে পারায়,
কল্পনার সুললিত দেহ চিরে
নোনাজলের পদচিহ্ন এঁকে দেয়,
ব্যর্থতার খরতাপ।

জীবনের  উপকূলে আছড়ে পড়া
ঝড়ের রাক্ষসী ছোবল,
যোগ বিয়োগের  দোলাচলে
জীবনের সাবলীল আখ্যানে জেগে উঠে,
আলো আঁধারী ছাপ।

নিয়তির কোল ঘেঁষে
সারি সারি কষ্টের বহর,
সময়ের দর্পনে অভিশপ্ত মহাকাল,
চোখের সামনেই নিমেষে
বিয়োগের বিদীর্ণ বিলাপ,
বৃন্তচ্যুত হতে দেখা সুখের মহাল।
=================