বাবা ঈশ্বরের এক অপূর্ব সৃষ্টি,
কেননা, তারা মমতায় জীবনকে
উজাড় করে দেয়, সন্তানের
অপরূপ জীবন সৃজনে।

বাবা এক মহান দাতা
কেননা, তারা  স্বীয়  যৌবনকে  
বলিদান   করে  দেয়, সন্তানের
সুখ-শান্তি  ও  সৌন্দর্যের প্রয়োজনে।

বাবা এক  অমিয়  স্বত্বা
কেননা,তারা জীবনটাকে ঢেলে দেয়
সন্তানকে  উজ্জ্বলতায়
ভরিয়ে দেবার আয়োজনে।

বাবা পৃথিবীর  এক মহাবীর
কারণ, তারা জীবনে স্বেচ্ছায় হেরে যায়
নিজ সন্তানকে জয়ী করে দিতে
নিঠুর কঠিন এই ভূবনে।

বাবা  এক মহাপুরুষ ,
কারণ, তারা সুখ আনন্দ ছেড়ে
কষ্টার্জিত সবকিছু  উজাড় করে দেয়
সন্তানের সুখের পানে।

বাবা এক বদ্ধ রোবট,
করণ,  নৈরাশ্য আর হতাশায় নির্বাক থেকে
সন্তানের পথ আশীর্বাদে ভরিয়ে দেয়
ভালোবাসা-স্নেহ আবরণে।

বাবা এক মস্ত বোকা,
কারন, নিজের জ্ঞান সজ্ঞানে হারায়ে
সন্তানের জ্ঞানেই স্বস্তি পেতে চায়
হৃদয়ে মমতার চির জাগরণে।

বাবা এক উদার মানুষ,
কারণ, সন্তানের কষ্ট  সহ্য না করতে পেরে
নিজের কষ্টটাকে আপন করে নেয়
অতি যতনে সংগোপনে।

বাবা এক মহা অভিনেতা,
কারন, তারা পরিবারের কল্যানে
হাসতে হাসতে সব দুঃখ উড়িয়ে দেয়
চেয়ে চেয়ে সন্তানের মুখপানে।

বাবা এক সত্যিকার পথপ্রদর্শক,
কেননা তারা সন্তানকে আলোর পথ দেখায়
নিজের পথটা আঁধার করে
বিনা স্বার্থে, বিনা কারণে।

বাবা এক মহান আশীর্বাদক
কারন, তারা সন্তানের নির্মমতা বেমালুম ভুলে
স্রষ্টাকে সেজদা দেয়
সন্তানের অন্তহীন কল্যানে।

বাবা এক শান্তির দূত,
কারন, তারা অশান্তিকে আলিঙ্গন করে নেয়
শান্তির ভূবনে সন্তানের
নির্মল আগামী গড়নে।
===========