কখনো সখনো মুখে কথার খৈ ফোটে,
বলে যাই একমনে ভাবাবেগে ভেসে;
পেছনের, সম্মুখের ভাবনারা লুটে
নিয়ে যায় অজানায় মোহে ভালবেসে।
কখনো ফের নিশ্চুপ বিরহের চোটে,
প্রস্তর সমেত শেল অন্তঃপুরে এসে
হয় যেন শোকগাঁথা- মরি মাথাকুটে
ধরণী জঞ্জাল সম চারিপাশ ঘেঁষে।
মায়া ঘেরা সংসার অন্তরীক্ষে চাঁদ;
জীবকুল অনুরাগে প্রেমাস্পদে ধায়,
বোশেখী ঝড়ো পবনে বালির এ বাঁধ
সঙ্কুচিত জলকণা সম ভেসে যায়।
কী হেতু সৃজন এই ভব সংসার,
অদ্যাপি এ রহস্য হয়নি আবিস্কার।
৭ ভাদ্র ১৪২১ বঙ্গাব্দ
সেনবাড়ি রোড, ময়মনসিংহ।