যাঁরা এনেছিল ভোর – খুলেছিল দোর;
শুনছি তাঁদের ডাক, কেটে গেছে ঘোর।
শেরে বাংলা, শহিদ, ভাষানী, মুজিব;
এ দেশের ইতিহাসে চির চিরঞ্জীব।
তাঁদের অমৃত বাণী,
চলার পথে পাথেয়- অকূলে তরণী।
গ্রহ নক্ষত্র যেমন জাগ্রত অম্বরে,
তাঁরাও চির অমর অযুত অন্তরে।
দেশ যদি পড়ে যায় দুর্বৃত্তের হাতে,
লুটপাট ভরাডুবি যদি দিনে রাতে-
দুর্নীতি, নৈরাজ্য ক্লেশ অব্যাহত দেশে
মানুষ পটল তুলে ক্ষুধায় পিপাসে;
তাঁদের অবয়ব হেথা দেবে দর্শন,
জাগ্রত হবেই বাংলার জনগণ।
২৪ আষাঢ় ১৪২০ বঙ্গাব্দ