এদেশ আমার নয়, নরপশুদের,
নোংরা রাজনীতিকদের; পেট্রলবোমায়
মারছে মানুষ যারা- সেই বর্বরের,
জাগেনা যার বিবেক আর্তের কান্নায় ।
এ দেশ আমার নয়, সেই সীমারের;
নিষ্পাপ শিশুর বুকে যে ছুরি চালায়,
সুরক্ষিত বাসস্থান রক্তে ভেসে যায়;
এ দেশ দানব, খুনী, তেজী যালিমের ।
মৃত্যুপুরী জাহান্নাম আমার স্বদেশ
নয়, হিংস্র পশুরা আমার স্বজন
নয়; দমকা হাওয়া স্তব্ধ পরিবেশ
আমার অচেনা লাগে, ভেঙে পড়ে মন ।
ব্যথিত হৃদয়ে দেখি খল অভিনয়,
বাঙালিত্ব, ভুলে যাই নিজ পরিচয় ।
২৮ মাঘ ১৪২১ বঙ্গাব্দ
ময়মনসিংহ ।