ভোরের পাখি চলিছে ডাকি
ধানের খেতের পাশে,
আমি দেখি তাহার আঁখি
ছলছল জলে ভাসে ।
দীঘির জলে ভাসা লিলি,
ঘন পল্লব, নবকলি ।
পাখি সেথায় চরণ ফেলি
ঝিমায় একা বসে ।
পাড়ে পাড়ে রৌদ্রের খেলা,
বাড়ি বাড়ি উৎসব মেলা ।
নবান্নেতে কর্মশালা
আনন্দের ধুম বঙ্গদেশে ।
এতো ছন্দ চারিধারে,
তবু পাখি কেঁদে ফিরে ।
সবাই সুখী নয় সংসারে
কেহ কাঁদে, কেহ হাসে ।
১৪ কার্তিক ১৪১৫ বঙ্গাব্দ