শরতের একদিন- চলিতেছি পথে;
দেখিতেছি পাখপাখালি আনন্দে মেতে ।
সহসাই দেখিনু একটি পাখি ওড়ে
বসিছে ঝোপের ঝাড়ে পাখা দুটি নেড়ে ।
লাল-নীল ডোরা কাটা বিহঙ্গের পাখা,
ওষ্ঠেতে একবিন্দু আবির যেন মাখা ।
পা দুটি অতি কোমল, আঁখি টলমল;
করিতেছিল চোখের নীর ছলছল ।
সবুজ ধানের ক্ষেতে সবুজের রঙ,
সাজিয়াছে পাখিটি যে অপরূপা সঙ ।
আকাশের নীলিমায় ছড়িয়াছে ছায়া,
পাখির শোভায় সুরভিত ব্যোম কায়া ।
বাঁশের ঝাড়ে স্বর্গের সুধা যেন ঝরে
পড়িছে উচ্ছাসে বৃষ্টির মতন করে ।
এত যে রুপ পাখির, যেন কোন কবি;
আঁকিয়াছে জগৎ জোড়া এ ছায়াছবি ।
হৃদয়ের মোহনাতে শিহরণ লাগে,
হ’লাম দেওয়ানা পাখির অনুরাগে ।
১ আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ