প্রেমে পরাজিত, তাই মানসিক চাপ;
নিষ্কৃতি লভিতে হেথা দিয়েছিল ঝাঁপ
ব্রহ্মপুত্রের গভীর জলে । বিধি বাম!
পিরীত রমণী হয়নি সফলকাম ।
জনৈক পাটনি তারে তুলেছে কিনারে,
কৌতূহলী চোখগুলো আছে তাকে ঘিরে ।
খাঁ খাঁ করছে হেন শরতের দুপুর,
সবার মাঝে বিস্ময়, আচানক ঘোর ।
বিরহিণী চুপচাপ চেয়ে দুরাকাশে,
কেঁদে কেঁদে গণ্ডদেশ চক্ষু নীরে ভাসে ।
শোকাতুর চিত্ত, বক্ষ ভেঙে খানখান;
বাঁচার অভিরুচি হয়েছে অবসান ।
পশ্চাতে ধূসর স্মৃতি, সম্মুখে পাথার;
অবলা চায় আত্ম- হত্যার অধিকার ।
১ আশ্বিন ১৪২১ বঙ্গাব্দ
সেনবাড়ি রোড, ময়মনসিংহ ।