সুবিশাল আকাশের দূর সীমানায়,
সাদা সাদা মেঘপুঞ্জ ভেসে ভেসে যায়
শিমুল তুলার মতো কোন দূর দেশে,
অচেনা অজানা পথ সীমা ভালোবেসে ।
কাশফুলে ছেয়ে আছে স্রোতস্বিনী তীর,
দল বেঁধে যুগলেরা করিয়াছে ভিড় ।
রূপসীরা ফুল তুলে হেন খোঁপা ’পরে
পড়িয়াছে সে-ই ফুল সযতন করে ।
থই থই করিতেছে ব্রহ্মপুত্রে জল,
পাল তুলে ফেরি কতো করে চলাচল ।
মাঝে মাঝে ঢেউগুলি ঘুরপাক খায়,
উথাল হাওয়া লেগে দেহ শিহরায় ।
দিন শেষে নেমে আসে সুনিবিড় সাঁঝ,
একা কূলে বসে আমি ফেলে সব কাজ ।
২৭ ভাদ্র ১৪২১ বঙ্গাব্দ
সেনবাড়ি রোড, ময়মনসিংহ ।