এই ঈদে আগেভাগেই ফিরেছি বাড়ি,
তোমার জন্যে কিনেছি বেনারসি শাড়ি-
আলতা চুড়ি, লিপস্টিক, পায়ের মল;
খোঁপার ফুল, মেহেদী, চোখের কাজল;
নানান রঙের ফিতা, টিপ কপালের;
সুগন্ধি তৈল, কিনেছি ঝুমকা কানের-
একখানি সানগ্লাস, দামী পয়জার;
দুখানি রুমাল, একটি গলার হার ।
আমার উপহার করব বলে দান,
তোমার দ্বারে এসেছি, ভুলে পিছুটান ।
আপনারে তুমি ওগো করো উন্মোচন,
অন্তরীক্ষ সদৃশ উদার করো মন ।
অভাগার মন বুঝতে পারো যদি,
দু চক্ষে বয়ে যাবে আনন্দ-অশ্রু নদী ।
১৩ শ্রাবণ ১৪২১ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ ।