যবে জাগিল শরীর-অক্ষম থাকিতে স্থির;
অজানায় ছুটিলাম দিকভ্রান্ত মুসাফির।
কোথায় পাইব হেথা সুশীতল জলধারা,
তৃষ্ণার্তের আবেদন পুরিবারে পারে কা’রা।
বৃষ্টি স্নাত বিভাবরী নিরিবিলি চারিপাশ;
অন্ধকারে পথ ধারে অনুক্ষণ অবকাশ।
পুষ্প শোভা মোহময়ী-অন্তরীক্ষ মেঘহারা,
ভুল স্রোতে ভাসা’বার কাহাদের পাঁয়চারা।
ভুল নয়, মিথ নয়; ইহাই যে উৎপল
দুই চক্ষে প্রসারিত আবেগের কোলাহল।
এক বিন্দু জল হেতু ওষ্ঠাগত দেহ প্রাণ,
কে আছো বিদুষী ওহে রাখো হেথা অবদান।
রজনীর নিরবতা বড় বেদনা বিদুর,
প্রকৃতি বিরূপ বুঝি দানিতে একটু সুর।
১৬ জ্যৈষ্ঠ ১৪২১ বঙ্গাব্দ
সেনবাড়ি রোড, ময়মনসিংহ।