হইলো দিনাবসান,
থামিলো পাখির কলতান।
নূতন পথে চলিব হেন
কোরো যদি আহবান।
একটু দাঁড়াও হে পথিক,
শপথ তব আছে কি ঠিক?
নাকি এলো স্রোতে গা ভাসায়ে
ভুলিয়াছো পিছুটান!
কোরো দেখি অনুমান,
কে দানিলো নয়া প্রাণ!
ধরণীর লাঞ্ছনা নিগ্রহ
নিষিদ্ধ অভিলাষ আগ্রহ-
জাগায়েছে কায় মনে তব
অনুভূতি অফুরান।
এসো হেথা দূর বনে,
মিলি প্রকৃতির সনে।
আঁধারের মাঝে গাহি
দিন বদলের গান।
যদি পিছে আসি ফিরে,
কে নিবে আপন করে!
আস্তাকুঁড়ে ঠাঁই হবে
সে তো মহা অপমান!
বাঁচি কিবা মরে যাই
আর কোন পথ নাই।
আকাশের পানে চাহি
পাড়ি দিব ভূ-জাহান।।
ময়মনসিংহ
২২ চৈত্র ১৪১৯ বঙ্গাব্দ