দেখিতেছি ছায়া রেখা মেরু আঁকা বাঁকা
চক্ষে মোর সপ্তসুর,বক্ষ যেনো ফাঁকা।
চলিতেছে রেলগাড়ি অতি দ্রুত বেগে,
সেথা আমি চেয়ে আছি-ব্যোম ডাকা মেঘে।
ঝিকিমিকি করিতেছে প্রকৃতিতে রূপ,
লীলাক্ষেত্রে পরিণত পথ-ঝাঁড়- ঝোপ।
এথা সেথা গোলমেলে,ঝড়ো বায়ু বয়;
লাগিয়াছে জট বাটে কারো পরিচয়।
এই দেখি আলো পথে,এই দেখি কালো;
বঞ্চনার প্রতিকৃতি প্রকট জোরালো।
কেহ হেন কাছে আসি আবরণে ঢাকি,
সন্তর্পণে দোল খায় একা থাকি থাকি।
আগ্রহী নজর আজি কী পাইতে চায়,
কাঁপা দেহ পরিণত মিটাইতে দায়।।
২৮ আষাঢ় ১৪১৯ বঙ্গাব্দ