মুষলধারে বৃষ্টি সারাদিন ধরে,
বসে আছি চুপিসারে একা কুঁড়েঘরে ।
বর্ষায় থৈ থৈ করে চারপাশ,
কালো মেঘে ঢেকে আছে উতলা আকাশ!
আকাশে বৃষ্টি, আমার চোখের জল;
গড়েছে সখ্য- হেন করে ছলছল ।
মনের ভেতর কী যে স্বপ্ন-চাওয়া,
আলোড়িত করে করছে আসা-যাওয়া ।
কে যেন আমায় বারেবারে ডেকে যায়,
সচকিত হয়ে চেয়ে থাকি জানালায়!
দৌড়ে বাইরে আসি জিজ্ঞাসু মনে,
উদ্দামতা তখনো হিম সমীরণে!
সন্ধ্যা গনায়, ফুরায় দিনের রেখা;
বারান্দায় দাঁড়িয়ে থাকি একা একা ।
তমসার মোহ্যতা হেন ঘিরে ধরে,
নিরস বর্ণহীন লাগে ধরণীরে!
১ কার্তিক ১৪১৮ বঙ্গাব্দ