এলো সে অবেলায়, এলো সে অবেলায়;
চলে যাব বহুদূরে- ফিরব না হায়।
তার আশে পথ চেয়ে,
দিন কত গেছে বয়ে।
চিত্ত মাঝে দুঃখ নিয়ে
কেঁদেছি সতত একা বসে নিরালায়।
কত ছল, কত ভাব;
তবু পাইনি জবাব।
শুধু আশা, কত খা’ব
বাসা বেঁধেছিল প্রাণের এ দাওয়ায়।
আজি এ যাবার বেলা,
হলো তার আঁখি মেলা।
খেলে কোন কাঁপা খেলা
আমায় সে আজ মায়ার জালে জড়ায়।
২৯ অগ্রহায়ণ ১৪১৭ বঙ্গাব্দ