মানুষের রুপ রস জোয়ারের মতো,
টিকে থাকে ক্ষণকাল; যেন অভ্যাগত।
সুপ্ত যৌবন মাত করে অঙ্গ শরীর,
ভাঁটার তেজে একদা সেও হয় স্থির।
একদিন যার তরে হৃদয় উথাল,
নতুন পবন মেখে ছিঁড়ে যায় তাল।
মন ছুটে নয়া দ্বারে খুঁজে নয়া মুখ,
পূর্বতন অনুভুতি অচ্যুত দুর্ভোগ।
অন্তরীক্ষে বিরাজিত যত তারা দল,
ভাবনায় ভরে তোলে বোধ ধরাতল।
নিভৃতে জাগে শরীর নিভৃতেই মরে,
ক্ষণিকের দায়বোধে আনচান করে।
ফুল-ফল-লতা সম সব খসে পরে,
হৃদয় তবুও ছুটে রূপের সাগরে।
১১ ফাল্গুন ১৪২০ বঙ্গাব্দ
সেনবাড়ি রোড, ময়মনসিংহ।