আজি মানুষের মাঝে নাহি নৈতিকতা,
বাড়িতেছে অবিরাম পাপ-প্রবণতা ।
ধর্মের নামে চলিছে অধর্মের কাজ,
সকল মানুষ বুঝি আজ ধান্ধাবাজ ।
কোনো বিপথ যখন সম্মুখেতে আসে,
লোকজন মাতামাতি করে যে উল্লাসে ।
ভালো-মন্দ কোনকিছু নাহি বিবেচনা,
নির্ভয়ে চলিছে কত বিভ্রান্তি রচনা ।
আপনার প্রাণে পাপ বাঁধে যদি বাসা,
তাহারেই ভাবিতেছে বাঁচিবার আশা ।
নিজ স্বার্থে অপরেরে বৃথা হয়রানি,
কাহারো দুর্ভোগে নাহি সান্ত্বনার বাণী ।
বিব্রত হইলে কভু কাজকর্ম শেষে,
হাজারো নিরাশা যেন অন্তরেতে মিশে ।
মনের ভিতর জাগে দ্বেষ, অনুতাপ;
আপনারে দানি কত শত অভিশাপ ।
দুঃসহ দুর্গম পথে নাহি শেষ দিশা,
পথের বাঁকেই নামে ঘোর অমানিশা ।
মনুষত্মের পতন নরকে গমন,
মানুষই মানুষের জান- দুশমন ।
এমনই হালচাল দানে মোরে পীড়া,
বহুরূপী বসুমতী- এ’র মানুষেরা ।
০২/০৫/২০০৯ ইং
১৯ বৈশাখ ১৪১৬ বঙ্গাব্দ